Sunday, 2 July 2017
Tarashis Gangopadhyay's lecture on the bookr release -Brajadhame Aajo Gh...
আজকে আমার সাম্প্রতিক গ্রন্থ ব্রজধামে আজও ঘটে অলৌকিক বৃন্দাবন পর্ব এর উদ্বোধন হল। খুব সুন্দর অনুষ্ঠান হল।উদ্বোধনে আমার দুটি লেখা ভক্তিগীতি অন্তরে মোর আছো অনন্ত এবং এই দেহধুপ গাইল বলাকা।তারপর আমি ভাষণ দিলাম। ভাষণের শেষে পৌষালির কণ্ঠে শুনলাম গহন কুসুম কুঞ্জ মাঝে এবং জীবন মরনের সীমানা ছাড়ায়ে। তিথি গাইল মন চল এবং এ বধির যবনিকা। এর মাঝে বাবা এসে আমার বইটি উদ্বোধন করলেন।সবার সাথে অনেক ফটো উঠল।দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিল সবাই।অঞ্জনা সবাইকে প্রসাদদানে তৃপ্ত করল।27তম গ্রন্থের কাজ শেষ হল।এ ছিল এক মহাযজ্ঞ সব ভক্তদের কাছে পরিক্রমায় বৃন্দাবনকে তুলে ধরা। সম্প্রতি স্বামী আনন্দগিরি আমার এই বইটি পড়ে বলছিলেন,দামোদর মাসে সবাই যদি এই পরিক্রমার একটি অধ্যায় করেও দিনে পাঠ করতে পারে তবে বৃন্দাবন মানস পরিক্রমার আনন্দ আস্বাদ করবে। সত্যি মিথ্যে জানিনা,চেষ্টা করে দেখতে পারো।যাহোক যে যজ্ঞ 2015তে শুরু হয়েছিল তার প্রথম milestoneএ আজ পৌঁছনো হল।এরপর আরও দুটি খণ্ডের পরিকল্পনা আছে।তবে এটুকু বলতে পারি,সময় বয়ে যাচ্ছে।ধুপ পুড়তে পুড়তে শেষ হয়ে আসার দিকে এগোচ্ছে। আমার কাজও এগোচ্ছে সেই সাথে যে জন্যে আমার আসা। একদিন আমি থাকব না।কিন্তু এই গ্রন্থ থাকবে সব ভক্তদের বৃন্দাবনের মানস পরিক্রমা আস্বাদ করাতে।
Subscribe to:
Posts (Atom)