Ami Tarashis Bolchi

Ami Tarashis Bolchi
The blog of Tarashis Gangopadhyay (click the photo to reach our website)

Saturday, 11 May 2024

গুরুভক্তি একজনের সত্যিই কতটা আছে কিভাবে তা বোঝা যায়? প্রবচন - তারাশিস গঙ্গোপাধ্যায়।




   #প্রশ্ন- গুরুভক্তি একজনের সত্যিই কতটা আছে কিভাবে তা বোঝা যায়? একজন শিষ্যের কাছে একজন গুরু কতটা প্রিয় হন তা কিভাবে বোঝা যায়?

   #তারাশিসগঙ্গোপাধ্যায় - দেখ, এমনিতে জগতে প্রিয় অপ্রিয় ব্যাপারটা সম্পূর্ণ আপেক্ষিক। যতক্ষণ একজন তার আশেপাশের সকলের মন যুগিয়ে চলতে পারবে ততক্ষণ সে সবার প্রিয় -- বাধ্য মানুষ মাত্রই ভালো মানুষ ধরা হয়। কিন্তু যেই সে কারোর মতের বিরুদ্ধে যাবে তখনই তার প্রতি ভালোবাসা খিড়কির দুয়ার দিয়ে পালাবে এটাই স্বাভাবিক। কারণ আমাদের ভালোবাসা বাড়ে সহমত পেলে আর কমে অমত হলে। তাই আজকের যুগে প্রিয়তার মানদণ্ড হল নিজের মতের স্বপক্ষে কাউকে পাওয়া। একই কথা যেকোন গুরুর সস্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য।      
        এমনিতে মুখে গুরুভক্তির কথা সর্বত্রই বড় বড় করে বলা হয়। শিষ্যরাও মনে করে যে তারা তাদের গুরুকে খুবই ভালোবাসে। কিন্তু কতক্ষণ?যতক্ষণ গুরু তার মতে সায় যুগিয়ে যাচ্ছে ততক্ষণ। এই সময় অবধি তো সব গুরুই ভালো থাকে। কিন্তু সেই গুরুর মত শিষ্যের মতের সঙ্গে না মিললেই তখন শিষ্যের মেজাজ বিগড়ে যায়।  বেশীরভাগই এমন অবস্থায় পড়লে ক্ষেপে ওঠে আর বলে,"ভারী তো গুরু হয়েছে। বাজার খুঁজলে এমন গুরু গণ্ডায় গণ্ডায় মিলবে।"(মাছের বাজার আর গুরুর বাজার প্রায় একইরকম কিনা তাদের চোখে) যাদের গুরুভক্তি নিজের মতের সাথে পাল্লা দিয়ে বাড়ে কমে তারা কিভাবে ভাল শিষ্য হবে? মুখে তো কতকিছুই বলা যায়, আবেগের আতিশয্যে ভাষার ফুলঝুরি ছুটিয়ে দেয়া যায় কিন্তু মন থেকে মানা যায় কতখানি? এসব শিষ্য শিষ্যার দীক্ষা নেয়া মানে শুধুই নিজের জাগতিক স্বার্থ রক্ষা। আর এদের দীক্ষা দেয়া মানে গুরুর প্রারব্ধ বৃদ্ধি।
     কিন্তু সত্যিকারের শিষ্য সেই হয় যে গুরুর মতের সাথে তার মত না মিললেও সে গুরুর মতে তার প্রতি স্নেহের ছোঁয়া খুঁজে পায়। তাদের মনে ভাবনা জাগে না যে গুরু আমার ইগো হার্ট করছে কারণ সে জানে যে গুরুর চেয়ে আমার শুভাকাঙ্খী কেউ নেই। তাই 
বিশেষত যখন গুরু তার মতের বিরুদ্ধে কথা বলছে এবং তার ভুল ধরিয়ে দিচ্ছে তখন যদি দেখা যায় যে সেই শিষ্য সেটা নিজের জাগতিক স্বার্থকে আঘাত দিচ্ছে জেনেও তার ভিতরের সত্যটা উপলব্ধির চেষ্টা করছে  নিজের উত্তরণের জন্য তখন বুঝতে হবে যে সত্যিই তার মধ্যে গুরুভক্তির উদয় হয়েছে। সেই শিষ্যই একমাত্র আধ্যাত্মিক জগতে এগোতে পারে। তবে এমন শিষ্য কোটিতে গোটিক হয়।

4 comments:

  1. Khub bhalo kotha bolechho Dada. Prakrita sishya hoa Tao khub kothin kaj. Manush sobsomoy sob abosthatei porikkhar sammukhin. 3 gun er juddho jamon sobsomoy cholchhe tamon e sharanagoti chhara r kichhuei egono antoto Amar moto atisadharon manusher pokkhe somvob noy.

    ReplyDelete
  2. Tai tumi e ekhaneo akmatro sohay.Shotonagoto hoye ami tomar choron a thakte pari tatei amar hobe

    ReplyDelete
  3. Khub satti dada, Guru charone jeno sada mati thake ei ashirbad kore dada. Tomar charone amar sahasro koti pronam janai.

    ReplyDelete
  4. একদমই তাই।

    ReplyDelete