Ami Tarashis Bolchi

Ami Tarashis Bolchi
The blog of Tarashis Gangopadhyay (click the photo to reach our website)

Wednesday 12 October 2016

আমাকে একজন ভক্ত জিজ্ঞেস করছিলেন - পরনিন্দা করা তো খারাপ। কিন্তু কেউ আমাকে আঘাত দিলে তার কথা কোনো বন্ধুর কাছে খুলে বললেও কি পরনিন্দা হয়? 
উত্তরে আমি বললাম - দেখ , যতক্ষণ তুমি তোমার উপরে নেমে আসা সেই অন্যায় আঘাতের উল্লেখ কোন বন্ধুর কাছে করছো নিজের ভিতরে জমে থাকা কষ্ট ভাগ করে নেয়ার জন্যে,ততক্ষন এটা নিন্দা নয়। কিন্তু খেয়াল রাখতে হবে সেটা যেন তুমি neutral থেকে বলতে পারো। কারণ যখনি তুমি ঘটনাটা বলতে বলতে আক্রমণকারীর উপর নিজের রাগ ব্যক্ত করবে (অর্থাত ও এতো খারাপ,এমন অমানুষ এগুলো বলবে) সেটা নিন্দার স্তরে নেমে আসবে - তখন আক্রমণকারীকে তুমিও আক্রমণ করে বসলে। সেখানে নিন্দার পাপ তোমাকে স্পর্শ করবে। কিন্তু যদি শুধু আক্রমণের সংবাদটুকু দিয়ে বোলো -এর ভার আমি ঠাকুরের উপরে ছেড়ে দিয়ে ওর সম্বন্ধে নির্লিপ্ত হয়ে গেছি,তখন নিন্দার পাপ তোমাকে স্পর্শ করতে পারবেনা। আর সত্যি বলতে কি,একজন অন্যায়কারীকে তুমি কতটাই বা শাস্তি দিতে পারবে?কিন্তু সেই শাস্তির ভার যদি স্বয়ং ঠাকুরের উপর ছেড়ে দাও সেই শাস্তিও হবে যথাযথ। আর তোমার মনের শান্তিও নষ্ট হবে না। বরং বন্ধুকে বলে সেটা যত শীঘ্র মন থেকে মুছে ফেলতে পারবে তাতে তোমারি মঙ্গল।
ভালো ​থেকো ..
শুভেচ্ছাসহ
তারাশিস গঙ্গোপাধ্যায়