Ami Tarashis Bolchi

Ami Tarashis Bolchi
The blog of Tarashis Gangopadhyay (click the photo to reach our website)

Monday 5 August 2019

শ্রীমদভাগবত স্বাধ্যায় : স্কন্দ ৮ : তারাশিস গঙ্গোপাধ্যায় (প্রতিটি শ্লোকে...







'শ্রীমদ্ভাগবত' -এর অর্থ কি?
শ্রী-মানে রাধারানীকে বুঝানো হয়েছে।।
মদ-মানে রাধাপ্রেমের বিভরতা।
এই থেকে শ্রীমদ।।
★ভাগবত এর 'ভা' মানে----ভক্তি ।।
ভক্তি কখন হয়, যখন ভগবানে সাথে সম্বন্ধ হয়। যাতে কোন চাওয়া পাওয়া থাকে না। এটাই ভক্তি। গোপীদের মাখনে কি ছিল, যা তোমার মাখনে নেই। তুমি বলতে পার স্বাদে ভাল ছিল। আসলে তা নয় মাখনে ছিল প্রেম।।
★ভাগবত এর 'গ' মানে----জ্ঞান ।।
জ্ঞান মানে কোন লেখাপড়ার জ্ঞান নয়। জ্ঞান মানে আত্মপরিচয়। আমি কে,আমি কৃষ্ণের নিত্যদাস। এটাই হল মূল জ্ঞান।।
★ভাগবত এর 'ব' মানে---- বৈরাগ্য।।
"সংসার ছেড়ে চলে যাওয়াই শুধুমাত্র বৈরাগ্য নয়।
বৈরাগ্য হল শত কষ্টের মধ্যে মুখে হাসি থাকা। সংসারে থেকে মনটা গোবিন্দের চরনে রাখা, এটাই বৈরাগ্য"।।
★ভাগবত এর 'ত' মানে ----- ত্যাগ।।
কি ত্যাগ করতে হবে?হরিবিমুখ জনকে ত্যাগ
করতে হবে। যার মুখে গোবিন্দ নাম নেই, সে জনকে ত্যাগ করতে হবে।।
"শ্রীমদ্ভাগবত" হল ভগবান শ্রীকৃষ্ণের মূর্ত বিগ্রহ।। Sangrihito

Contact Us: Website:
http://sharanagotosomproday.co.in/
Email: sharanagoto.somproday@gmail.com
Facebook Page:
https://www.facebook.com/SharanagotoS...
------------------------------------------------------------------------
Like, Share, Support & Subscribe !!!
Subscribe Here:
https://www.youtube.com/channel/UC4NE...
Our Youtube Channel:
https://www.youtube.com/channel/UC4NE...




No comments:

Post a Comment