Ami Tarashis Bolchi

Ami Tarashis Bolchi
The blog of Tarashis Gangopadhyay (click the photo to reach our website)

Wednesday 13 March 2024

" অপরের ব্যবহারে কেন দুঃখ পাও?"

" অপরের ব্যবহারে কেন দুঃখ পাও?" তারাশিস গঙ্গোপাধ্যায়

(অনন্তের জিজ্ঞাসা - ষষ্ঠ খন্ড।)
    - তারাশিস গঙ্গোপাধ্যায়।

প্রশ্ন - আমাদের জীবনে আশেপাশের মানুষদের খারাপ ব্যবহারের জন্যে প্রায়ই আমাদের দুঃখ পেতে হয়। এর থেকে উদ্ধারের পথ কি?

   তারাশিস গঙ্গোপাধ্যায় : কোন মানুষ যদি ভাবে যে তার দুঃখের কারণ অন্য কোন ব্যক্তি তবে তার পক্ষে জীবনে সুখ পাওয়া অসম্ভব। অপরের থেকে খারাপ ব্যবহার পাওয়ার কারণে কেউ যদি নিজেকে দুঃখী ভাবে তাহলে সেই দুঃখের থেকে পরিত্রাণের কোন পথ নেই। এর কারণ হল - প্রতিটি মানুষ নিজের কর্মফল ভোগ করে, সে এই জন্মের হোক বা পূর্ব জন্মের। সামনের মানুষটির থেকে পাওয়া খারাপ ব্যবহারও তার পূর্বের কর্মফলের জন্যেই হচ্ছে। তাই জীবনে যে অবস্থাই আসুক সেটা শান্তভাবে মেনে নিতে হয়। সেইসাথে তাকে বুঝতে হয় - মানুষ কখনোই তার আশেপাশের লোকজনদের স্বভাবের পরিবর্তন করতে পারে না। সেই শক্তি তার নেই। সে শুধু পারে নিজেকে পরিবর্তন করতে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। সেটা করতে পারলেই অনেক খারাপ সময় পেরিয়ে যাওয়া যায়।

      প্রশ্ন - কিন্তু কোন অন্য মানুষ আমাদের দুঃখের কারণ কখন হয়? 

     তারাশিস গঙ্গোপাধ্যায় :  যখন আমরা অন্য কোন মানুষকে নিজের চেয়ে বেশী গুরুত্ব দিই তখনই যে আমরা আশা করি যে সামনের মানুষটিও আমাকে একইভাবে গুরুত্ব দেবে। আর সেটা না দিলেই আসে হতাশা। তখনই একমাত্র সামনের মানুষটির ব্যবহার দুঃখ আনে মনে। এর একমাত্র উপায় - এরকম মানুষদের গুরুত্ব দেয়া বন্ধ করতে হয় এবং তাদের ব্যবহারের যে পরিবর্তন হবে না সেটা ধরে নিয়েই নিস্পৃহভাবে তাদের সাথে সংযোগ করতে হয়। তাহলে আর তাদের ব্যবহারের জন্যে দুঃখ পেতে হয় না। জানবে অন্য কারোর কাছে কোন বিষয়ে আশা রাখলেই আসে দুঃখ। তাই আশা না রেখে নিস্পৃহ হয়ে থাকতে পারলে সামনের মানুষটির দুর্ব্যবহার সত্বেও দুঃখ পেতে হবে না।

No comments:

Post a Comment