Ami Tarashis Bolchi

Ami Tarashis Bolchi
The blog of Tarashis Gangopadhyay (click the photo to reach our website)

Sunday 5 May 2013

ছাব্বিশ - শয্যায় মন্ত্রজপ

                          শয্যায় মন্ত্রজপ 


     আমাকে অনেকেই প্রশ্ন করেন যে রাতে ঘুমানোর আগে বা ঘুম থেকে উঠে জপ করাতে কোন দোষ  নেই তো? এই প্রশ্নের উত্তর দিচ্ছি আজকে এখানে।
     জপ করার মূল জায়গা হল আসন - ছেলেদের কম্বলের আসনে বসে এবং মেয়েদের সুতির আসনে বসে জপ করাই বিধেয়। তবে ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে শয্যা ত্যাগের আগেও তো জপ করতে হয়। সেজন্যে শয্যার উপর একটা শুদ্ধিকরণ মন্ত্র পথ করতে হয়। 
     শয্যায় বসে প্রথমে "ওং আঃ  সুরেখে বজ্ররেখে হুং ফট স্বাহা " উচ্চারণ করে শয্যার উপর ত্রিকোণ কাটতে হয়। যারা কৃষ্ণ বা শিবের পূজা করে তাদের উপরদিকে কোণ রাখতে হয় এবং যারা কালী,তারা প্রভৃতি মাতৃকার পূজা করেন তাদের কোণ রাখতে হয় নীচের দিকে।
  তারপর "হ্রীং আধারশক্তয়েঃ  কমলাসনায়ঃ নমঃ" মন্ত্রে দেবতার মানসপূজা করে "হ্রীং মৃতকায়ঃ নমঃ ফট" বলে শয্যার উপর তিনবার আঘাত করে দশদিক বন্ধন করতে হয়। তারপর করজোড়ে পথ করতে হয় - 
       "ওং শয্যেত্বং মৃতরুপাসি  সাধনিয়াসী সাধকৈঃ।
         অতহত্র জপ্যতে মন্ত্র হ্যস্মাকং  সিদ্ধিদা ভব।।"
 এই প্রথা অবলম্বন করার পর বিছানাশুদ্ধি  হয়ে যায়।তখন বিছানায় বসেই মন্ত্র জপ করতে পারবেন। 

No comments:

Post a Comment