Ami Tarashis Bolchi

Ami Tarashis Bolchi
The blog of Tarashis Gangopadhyay (click the photo to reach our website)

Monday 6 May 2013

সাতাশ - গোপী মহিমা

                              গোপী মহিমা 


     বৃন্দাবনে যেসব গোপীবৃন্দ শ্রীকৃষ্ণের লীলা পরিকর হয়ে এসেছিলেন তাদের মহিমা বড় কম নয়।এঁদের  মধ্যে দুটি ভাগ আছে।
     প্রথম ভাগে বিরাজ করেন ব্রহ্মকোটির মহাত্মারা যাঁরা  নিত্যদেহে গোলকধামে  শ্রী কৃষ্ণের লীলারস আস্বাদ করেন।শ্রীকৃষ্ণ যখন নরদেহ ধারণ করে পৃথিবীতে নেমে আসেন তখন এনারাও আসেন নরদেহ নিয়ে।তাঁরাও নিত্য শুদ্ধ,নিত্য মুক্ত,ইশ্বরের অংশ। এঁরাই হন ভগবানের পারিষদ। যেমন শ্রীদাম,সুদামা,নন্দ,যশোদা,বৃষভানু প্রমুখ। এঁরা নিত্যকাল ভগবানের সাথে যুক্ত থাকেন -ভগবান যেখানে এঁরাও সেখানে।
   গোপীদের দ্বিতীয় ভাগে আছেন সেইসব সাধকরা যাঁরা আপন সাধনবলে ভগবান শ্রীকৃষ্ণকে কান্তরূপে লাভ করে তাঁর লীলা উপভোগ করেছিলেন। এই ভাগের গোপীরা হলেন জীবকোটিভুক্ত। এঁরা সাধনবলে গোপীদেহ লাভ করে লীলা উপভোগ করেছিলেন প্রকটলীলায়। এঁরা মূলতঃ সবাই ত্রেতাযুগে শ্রীরামচন্দ্রের রূপলাবন্যে মুগ্ধ হয়ে তাঁকে পেতে চেয়েছিলেন সম্ভোগের জন্যে।তাঁদের কামনাপুরণের জন্যেই শ্রী কৃষ্ণ  তাঁদের ব্রজলীলায় সঙ্গী ও সঙ্গিনী করেছিলেন। এঁরা কিন্তু সবাই ছিলেন সিদ্ধ ঋষি  - প্রেমের সাধনায় সিদ্ধির ফল তাঁরা পেয়েছিলেন এইভাবে। তাই তাঁদের সবার শ্রী চরণে জানায় শতকোটি প্রণাম। 

No comments:

Post a Comment