Ami Tarashis Bolchi

Ami Tarashis Bolchi
The blog of Tarashis Gangopadhyay (click the photo to reach our website)

Sunday 14 April 2013

দুই - ১৪১৯ বিদায়

               ১৪১৯ বিদায় 


     বাংলা বছর ১৪১৯ আজকের দিনেই সমাপ্ত হচ্ছে। আগামীকাল থেকে শুরু হবে ১৪২০।
বিগত বছরটিতে আমরা হারিয়েছি অনেক,পেয়েছিও অনেক । কিন্তু একবার ভেবে দেখুন তো - যা পেয়েছি তার মধ্যে কি যাবে আমাদের সঙ্গে শেষের সেদিনে ?টাকাপয়সা,ঘরবাড়ি, প্রশংসা নিন্দা - কি যাবে ? কিচ্ছু না। যাবে শুধু আমাদের কর্ম। কি ভালো কাজ আমরা করতে পারলাম এই বছরে সেটিই লিখে রাখবেন চিত্রগুপ্ত । আর তার উপরই নির্ভর করবে আমাদের চিরন্তনের ব্যাঙ্ক ব্যালান্স।এখানে আমাদের প্রাপ্তির তালিকায় যোগ হবে - মানুষকে বা অন্য জীবদের কত ভালবাসতে পেরেছি,অপরের মুখে কত হাসি ফোটাতে পেরেছি,কত দরিদ্রের কাজে আসতে পেরেছি আর কত মানুষকে সত্পথে এগোতে সাহায্য করতে পেরেছি । সেইসাথে নিজের জপ বা সাধনা কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি । এটাই হলো আমাদের CREDIT । আর DEBIT কি হবে জানেন ? কত মানুষের ক্ষতি করেছি,কতজনকে কটু কথা শুনিয়েছি ,কত মানুষের চোখের জল ফেলেছি,কত মানুষকে ঠকিয়েছি,কত মিথ্যা বলেছি,কত অহংকার করেছি । এই দুটিকে মিলিয়ে চিত্রগুপ্ত করবেন আমাদের এই বছরের AUDIT আর তার ফল হিসেবে আমাদের চিরন্তনের BANK BALANCE ঠিক হবে । এখন আপনারাই ভেবে দেখুন - আপনাদের এই বছরের BALANCE SHEET কিরকম হবে? যদি দেখেন লাভের ঘরে রয়েছেন তবে তো খুব ভালো কথা । কিন্তু যদি দেখেন লোকসানের ঘরে রয়েছেন তবে কিন্তু নিজেকে নিয়ে ভাবনার সময় এসেছে । আমি বলি কি -সেক্ষেত্রে আগামী বছরের জন্যে নতুন পরিকল্পনা নিন । যা গেছে তা তো ফেরাতে পারবেননা কিন্তু যেটা পারবেন সেটা করুন - একটি ডায়েরি নিন এবং তাতে রোজ কি ভালো কাজ করলেন আর রোজ কি খারাপ কাজ করলেন তা লিখে রাখুন এবং চেষ্টা করুন - রোজ যেন খারাপ কাজের উপরে থাকে ভালো কাজ । এভাবে চেষ্টা করতে থাকুন - খারাপ কাজ যেন দ্রুত কমিয়ে ফেলা যায় এবং ভালো কাজ বাড়িয়ে নেয়া যায়। যেদিন আপনার ডায়েরির পাতা শুধু ভালো কাজেই ভরে যাবে এবং খারাপ কাজ একটিও পরবেনা সেদিনই আপনি পাবেন যথার্থ আনন্দ - যে আনন্দের লক্ষ্যে আমাদের জীবন পথে নামা ।

6 comments:

  1. Tarashisda,eta khub valo korecho.Ami anekdin dhorei tomay bolchilam nijer ekta blog korte jekhane tumi ei alor pother kotha likhbe amader sobar jonye.
    Probir

    ReplyDelete
  2. খুব ভালো কথা বলেছ | জীবনের সারাংশ নিয়ে অঙ্ক কষা |
    -- তুমিও খুব ভালো থেকো --

    ReplyDelete
  3. Ei rakam ekta blog satti amader dorkar chilo. Amader alor thikana.

    ReplyDelete