Ami Tarashis Bolchi

Ami Tarashis Bolchi
The blog of Tarashis Gangopadhyay (click the photo to reach our website)

Tuesday 16 April 2013

সাত - একা তবে একাও নয়

                 একা তবে একাও নয়
এই পৃথিবীতে প্রতিটি মানুষই ভীষনভাবে একা এবং একইসাথে আবার একাও নয়। মানুষ  জন্মসুত্রে একা,এসেছে একা,যাবে একা,থাকার সময়টুকু শুধু অন্যের সাথে সুখী হবার চেষ্টা। এই পৃথিবীতে শুধু গুরু আর বাবা মা ছাড়া কেউ তার আপন নয়। বন্ধু বান্ধবী,সঙ্গী,সঙ্গিনী,স্বামী স্ত্রী সব ঋণ-অনুবন্ধের সম্পর্ক। যতই ভালোবাসো, ঋণ মিটলেই ভোকাট্টা।তাই পৃথিবীর কারো কাছ থেকে একাকিত্ব দূর হবার নয়।একাকিত্ব শুধু  যাবে মনের মানুষের সন্ধান পেলে - যিনি অন্তরতম তাকে নিজের মধ্যে জাগিয়ে তুললেই যথার্থ অর্থে একাকিত্বের হাত থেকে মুক্তি মিলবে আর সেজন্যে জপ ধ্যান সাধনা একান্ত প্রয়োজন।নামজপ হোক বা মন্ত্রজপ তার মধ্যে ডুবে যাওয়া দরকার গুরু নির্দেশিত পথে। এ জীবন শুধু  দুদিনের খেলাঘর।চিরন্তনের আপনঘরে ফেরার জন্যে শেষ পারানির কড়ি সংগ্রহের ভবের হাট। তাই যেটুকু অবসর মিলছে তার মধ্যেই করে নিতে হবে সাধনার কাজ ,নাহলে দিনের শেষে গাইতে হবে"আমার সাধ না মিটিল,আশা না পূরিল ,সকলই ফুরায়ে যায় মা"..   

No comments:

Post a Comment