সমালোচক
দিলীপকুমার রায় বলতেন - মানুষ যখন দেখে যে অপরের পিঠ চাপড়াতে না পারলে নিজের কপাল চাপড়াতে হবে তখনই তারা সমালোচক হয়। নগন্যরা সবসময়েই চেষ্টা করে বরেণ্যদের ছোট করে দেখাতে। নিজে সে যা পারেনা তা অন্য কেউ পারছে এটা তার সহ্য হয়না। যে দেশে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে শুনতে হয়েছে "ঠাকুরবাড়ির রবি,সেও নাকি রে কবি" সে দেশে যুগে যুগে সাধু মনিষীদের যে হীন প্রমাণিত করার চেষ্টা হবে,সেটাই তো স্বাভাবিক।
এ দেশটা হলো কাঁকড়ার মত ।একজন উপরে উঠতে চাইলে বাকিরা তাকে টেনে নামাতে চায়। আজো সেই প্রচেষ্টা চলছে। বর্তমানে দেখছি সমালোচনার নতুন চ্যানেল বেরিয়েছে। ইদানিং আক্রমনের লক্ষ্য হয়েছেন সাধু মনিষীরা। তাঁদের অপরাধ - তাঁদের জীবনে অলৌকিক ঘটে কিন্তু যুক্তিবাদী সমালোচকের জীবনে ঘটে না কেন? এক্ষেত্রেও আমি সবিনয়ে সমালোচকদের বলব - ক্লাস ওয়ান-এ পড়া শিশু যদি চায় এম.এ পাশের আনন্দ এখনি অনুভব করব তা কি হয়?আগে সাধনা করুন,জপ করুন,নিজেকে সেই সাধু মনিষীদের জায়গায় নিয়ে আসুন যেখানে এলে কৃপা অনুভব করা যায় তারপর এসব রায় দেবেন। সমালোচনা করা সহজ,কঠিন সাধনা করা।সেটি না করে এমন বিশেষ অজ্ঞ হওয়াসত্বেও বিশেষজ্ঞ সাজবেন না।
Akdom thik kotha. Ei bishesh agya dol holo sob janta gosai. Tara sudhu miracle dekhte chay...Miracle je kisui na...setao tara jane na. Borong aram kore MirAkkel dekhuk....setai tader jonyo bhalo
ReplyDelete
ReplyDeleteসত্যিই তাই অরুণাভ ভাই।এরা না জেনেই ভাবে সব জেনে গেছে আর তাই এহেন উদ্ভট আক্রমণ তাদের করে যাদের জ্ঞানের সীমাও পায়না খুঁজে। বাঙালি কাঁকড়া।